ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ডাব্লিউইএফ'র ২০১৮ সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতার সূচকে গত এক বছরে বাংলাদেশ এক ধাপ পিছিয়েছে। বুধবার ডাবলুইএফ ১৪০ টি দেশের প্রতিযোগিতা সক্ষমতা সংক্রান্ত প্রতিবেদনটি বিশ্ব ব্যাপী প্রকাশ করে।
ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি ডাব্লিউইএফ'র পক্ষে প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে বাংলাদেশের অবস্থান ২০১৭ সালে যেখানে ছিল ১০২ তা ২০১৮ সালে এক ধাপ পিছিয়ে হয়েছে ১০৩।
প্রতিবেদনে বাংলাদেশের সক্ষমতা অর্জনের পথে মূল বাধা হিসেবে চারটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে এবং সেগুলো হচ্ছে দুর্নীতি, অপেক্ষাকৃত দুর্বল অবকাঠামো, অদক্ষ প্রশাসনিক ব্যবস্থা এবং অদক্ষ শ্রমশক্তি।
সংবাদ সম্মেলনে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিগত বছরগুলোর মতো এবারো দুর্নীতির ক্ষেত্রটিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছে ডাব্লিউইএফ।
২০১৮ সালে ডাব্লিউইএফ'র সুচকে যুক্তরাষ্ট্র রয়েছে প্রথম স্থানে এবং দক্ষিণ এশিয়ায় ভারত গতবছরের তুলনায় ৫ ধাপ এগিয়ে ৫৮ তম অবস্থানে উন্নীত হয়েছে।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।