বাংলাদেশে জিডিপি'র প্রবৃদ্ধি ৮.১৩ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে সরকার

আগামী জুলাই মাসে সমাপ্ত হতে যাওয়া বাংলাদেশের চলতি ২০১৮-১৯ অর্থ বছরের দেশজ উৎপাদন জিডিপি'র প্রবৃদ্ধি ৮.১৩ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে সরকার।

অর্থমন্ত্রী মুস্তফা কামাল মঙ্গলবার সাংবাদিকদের কাছে জিডিপি'র প্রবৃদ্ধির এমন পূর্বাভাসের খবর জানিয়ে বলেছেন, এটা হবে এখাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। চলতি অর্থ বছরে গড় মাথাপিছু আয়ও বেড়ে ১৯০৯ আমেরিকান ডলারে দাঁড়ানোর কথাও বলেছেন অর্থমন্ত্রী।

গত অর্থ বছরে জিডিপি এর প্রবৃদ্ধি ৭.৮৬ শতাংশ এবং গড় মাথাপিছু আয় ১৭৫১ ডলার ছিল বলে উল্লেখ করে তিনি বলেন, এ বছর সেবা ও শিল্প খাতে প্রবৃদ্ধি বাড়ায় তা গড় মাথাপিছু আয় ও জিডিপি প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, হাতে চার মাস বাকি থাকলেও সামগ্রিক আর্থিক চিত্র দেখে বলা হচ্ছে বছর শেষে জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বাড়বে। মোস্তফা কামাল বলেন প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের যে ফিগার দেয়া হয়েছে তা বছর শেষে আরো বেশিও হতে পারে।

Your browser doesn’t support HTML5

জিডিপি'র প্রবৃদ্ধি ৮.১৩ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে সরকার