নির্বাচনের বছরে বাংলাদেশের অর্থনীতি কি হুমকীর মুখে

বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা এবং অনিশ্চয়তার জন্য দেশের অর্থনীতি বহুবার হোঁচট খেয়েছে, পড়েছে সীমাহীন ক্ষতির মুখে। এ নিয়ে বিস্তর আলাপ-আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। বিশেষ করে নির্বাচনের বছরগুলোতে রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা এবং অনিশ্চয়তা অনেক বেড়ে যায়।

আগামী ডিসেম্বর নাগাদ বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু বর্তমানে রাজনীতির ময়দানে চলছে অস্থিরতা ও জটিলতা। এই পরিস্থিতির প্রভাব ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগে, সর্বোপরি সামগ্রিক অর্থনীতির উপর কতোটা পড়তে পারে সে প্রশ্নে বিশ্লেষণ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

হোসেন জিল্লুর রহমান মনে করেন, রাজনৈতিক অনিশ্চয়তার নেতিবাচক ফলাফল অর্থনীতিতে নানাভাবে পড়ে। আর এর ক্ষতিকর প্রভাব দেশকে শুধুমাত্র স্বল্প বা মধ্যমেয়াদেই নয়, পোহাতে হয় দীর্ঘমেয়াদে।

বিষয়টি নিয়ে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু কথা বলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের সংগে।

Your browser doesn’t support HTML5

ak