সাধ ও সাধ্যের মধ্যে অন্দর সাজুক নান্দনিকতায়, ভরপুর থাকুক সৃজনশীলতায়

Your browser doesn’t support HTML5

ইডিট একটি ইন্টিরিওর সংস্করণ প্রতিষ্ঠান, যার মূল লক্ষ, পরিমিত বাজেটে ইন্টিরিওর সংস্করণ করে দেওয়া। বর্তমান সময়ে ইন্টিরিওর/এক্সটিরিওর অত্যন্ত পরিচিত দুটি কনসেপ্ট হলেও বেশিরভাগ মধ্যম আয়ের মানুষ তাদের সামর্থের কথা চিন্তা করে ঘর সাজানোর ইচ্ছেটা পূরণ করার সাহস করেন না। মূলত সেই চিন্তা থেকেই, একটু ভিন্ন কিছু করার তাগিদ নিয়ে ইডিট এর যাত্রা শুরু হয়। ইডিট এর পক্ষ থেকে চেষ্টা থাকে ক্লায়েন্ট এর বাজেট এর উপর ভিত্তি করে তাকে তার চাহিদা অনুযায়ী ডিজাইন করে দেওয়ার বা সংস্করণ করার। সম্পূর্ণ ঘর ছাড়াও, শুধুমাত্র একটি দেওয়াল বা বারান্দা অথবা নির্দিষ্ট একটি আসবাব এর পরিবর্তন করে দিতে ইডিট সার্ভিস দিয়ে থাকে। বাসা ছাড়াও অফিস, শোরুম এমন কি বাড়ির ছাদ অথবা রেস্তোরা সংষ্করণের কাজও করে ইডিট গিয়ে যাচ্ছে সামনের দিকে|