বাংলাদেশের দলগুলোকে নির্বাচনী ইশতেহারে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর আহ্বান জানিয়েছে সুজন

বাংলাদেশের সুশীল সমাজের অন্যতম প্রতিষ্ঠান সুশাসনের জন্য নাগরিক বা সুজন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে তাঁদের নির্বাচনী ইশতেহারে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ইশতেহারে সত্যিকার অর্থে জনগণের শাসন প্রতিষ্ঠাসহ তাঁদের গণতান্ত্রিক অধিকার রক্ষার শক্তিশালী অঙ্গিকার থাকতে হবে। তিনি বলেন, এতে এমন নির্বাচনী রূপরেখা থাকতে হবে যাতে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হয়।

বিশিষ্ট কলাম লেখক সৈয়দ আবুল মাকসুদ বলেন, সংসদ নির্বাচনকে সামনে রাখে নির্বাচন কমিশন ইসি অদৃশ্য এক চাপের মুখে রয়েছে যে কারনে সংস্থাটি সুষ্ঠু ভাবে কাজ করতে পারছে না। তিনি বলেন, ইসি'র উচিত হবে সংবিধানের বিধান অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য তাদের দায়িত্ব পালন করা।

এদিকে, পক্ষপাতদুষ্ট সরকারি কর্মকর্তাদের নির্বাচনের আগে অপসারনের দাবী পুনঃব্যাক্ত করেছে বিএনপি।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।