বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট

বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ এবং নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৮ জানুয়ারি করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

হাইকোর্ট তার আদেশে বলেছে, সাংবিধানিক কোন সংকট যাতে সৃষ্টি না হয় সেজন্য এটি করা হয়েছে। সংসদ সদস্যদের শপথ গ্রহণ সংবিধান সম্মত। আদেশে আরো বলা হয়, সরকারের ধারাবাহিকতা গণতন্ত্রের জন্য সুফল বলে আনে। রিটের আবেদনে দাবি করা হয়েছিল, দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ সংসদের নির্বাচিতরা শপথ নিয়েছেন-যা সংবিধান বিরোধী। রিট আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, তারা আপিল করবেন। অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম বলেন, নির্বাচন সংবিধান সম্মতভাবেই হয়েছে।

এদিকে, নির্বাচন অনুষ্ঠান ও এর ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপি ও ঐক্যফ্রন্টের ৭৯ জন প্রার্থী হাইকোর্টে মামলা করেছেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।