বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে জাতিসংঘ

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেছেন জাতিসংঘ বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে।

অন্যদিকে, জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষে এবং বিরোধীদের বিপক্ষে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৯টি পেজ ও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার একদিন পর শুক্রবার বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে ১৫ টি বাংলাদেশি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। টুইটার কর্তৃপক্ষ বলেছে এসব অ্যাকাউন্ট তথ্য জালিয়াতিতে ব্যবহার করা হচ্ছিল যার কয়েকটির সঙ্গে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া লোকজনের সংশ্লিষ্টতা থাকতে পারে।

এদিকে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রধান রাজনৈতিক দলগুলোর ঘোষিত ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থরক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত করাকে স্বাগত জানিয়েছে।

শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, তাদের বিশ্বাস নতুন সরকার গঠনের পর দলগুলো সংখ্যালঘুদের স্বার্থরক্ষায় যেসব অঙ্গীকার করেছে তা তারা বাস্তবায়ন করবে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।