বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সবে শেষ হয়েছে। এখন তোড়জোর শুরু হয়েছে স্থানীয় সরকার ব্যবস্থার সর্ববৃহৎ সংস্থা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের। এবারেই প্রথমবারের মতো উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে দলীয় প্রতীকে অর্থাৎ দলীয় ভিত্তিতে।
নির্বাচন কমিশন জানিয়েছে, বিভাগ ভিত্তিক ৫ ধাপে এবারে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। মার্চ মাসের প্রথমার্ধ থেকেই উপজেলা নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠানের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। মোট ৪৯২টি উপজেলা পরিষদের মধ্যে অন্তত ৪৬০টিতে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।
প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে নির্বাচন হলেও বিএনপি এবং বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট উপজেলা নির্বাচনে অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি'র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতার পরে এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনেই তারা আর অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।