গাইবান্ধা-৩ এর স্থগিত হওয়া নির্বাচন ভোট বর্জনের মধ্য দিয়ে সম্পন্ন

বাংলাদেশে ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মৃত্যুতে স্থগিতকৃত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হলেও জাসদ প্রার্থী অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন।

শান্তিপূর্ণভাবে ভোট শেষ হলেও কারচুপি, অনিয়মের অভিযোগ এনে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি। ভোট চলাকালে দুপুরে তিনি সাংবাদিক সম্মেলন করে ভোট বর্জন করেন।

এসময় খাদেমুল ইসলাম খুদি অভিযোগ করে বলেন, ভোটের শুরুতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা হলেও দুপুরের পর থেকে বেশীরভাগ ভোটকেন্দ্রে সরকার দলীয় প্রার্থীর প্রতীকে সীল মেরে নেয়া হয়। ভোটকেন্দ্রগুলোর এমন অনিয়মের ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হলেও কোন ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন তিনি।

এ নির্বাচনে বিএনপি অংশগ্রহন না করলেও মহাজোটভুক্ত আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, এনপিপি ও স্বতন্ত্রসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।

Your browser doesn’t support HTML5

বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।