বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা আশা প্রকাশ করেছেন যে উৎসবমুখর পরিবেশে আগামী ৩০শে ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হবে।
শুক্রবার ঢাকায় সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করে সিইসি বলেন, নির্বাচন নিয়ে আতঙ্কের কিছু নাই। ভোটাররা যাতে কোন বাধা বিপত্তি ছাড়া ভোট কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের নিজ নিজ পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন তার ব্যবস্থা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। তিনি দেশবাসীকে শঙ্কাহীন চিত্তে ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজ ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগেরও আহ্বান জানান।
এদিকে, কাজের কারনে যারা ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বসবাস করেন কিন্তু ভোট গ্রামের বাড়িতে- এমন লাখ লাখ মানুষ শহর ছেঁড়ে ইতোমধ্যেই গ্রামে পাড়ি জমিয়েছেন। এ কারনে শহরগুলো অনেকটাই ফাকা হয়ে পড়েছে।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।