রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে সাইকেল শোভাযাত্রা ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন-পুলিশের বাধায় হতে পারেনি

সুন্দরবন সংলগ্ন রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে একটি সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হতে পারেনি, সাধারণ শিক্ষার্থীদের নামে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের কিছু সংখ্যক নেতাকর্মী এবং পুলিশের বাধায়। এ ঘটনায় পুলিশ বাধা প্রদানের নানা পদ্ধতির সাথে জলকামানও ব্যবহার করে। দু’জন সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণকারীকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে একটি স্ট্যাটাসে সাড়া দিয়ে শতাধিক তরুণ যুবক সকালে শহীদ মিনারে জড়ো হন। এ সময় সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কিছু সংখ্যক নেতাকর্মী ‘আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র চাই’ ব্যানার নিয়ে মানববন্ধন শুরু করে। এতে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

পুলিশ বলছে দু’পক্ষের কেউ অনুমতি নেয়নি। সাইকেল শোভাযাত্রা উদ্বোধন করতে আসা তেল- গ্যাস, বিদ্যুৎ, বন্দর রক্ষা কমিটির প্রধান সমন্বয়কারী প্রফেসর আনু মুহাম্মদ এই ঘটনার নিন্দা জানিয়েছেন।
তবে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এই ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে সাইকেল শোভাযাত্রা ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন-পুলিশের বাধায় হতে পারেনি