উত্তরাঞ্চলে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ, আওয়ামী লীগ প্রার্থীরা এগিয়ে

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়াসহ বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে সহিংসতায় ৪জনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে ৬জন। সরকারি দলের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের কথা বলা হলেও বিরোধী পক্ষ বলছে এই নির্বাচন সুষ্ঠু হয়নি। এমন অভিযোগ এনে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, গভীর রাত থেকে ভোর পর্যন্ত ব্যালট পেপারে সিল মেরেছে আওয়ামী লীগ কর্মীরা।

এদিকে, বগুড়ায় স্মার্টকার্ড জটিলাতায় অনেক ভোটার এবার ভোট দিতে পারেননি। ফলে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ভোট দিতে না পারা সরকারি আজিজুল হক কলেজের সহযোগি অধ্যপক তৌহিদুল আলম সনি বলেন, এমন বিশৃঙ্খলা পরিবেশে ভোট গ্রহণ এর আগে আর কখনো দেখিনি। তিনি তার ভোটটিও দিতে পারেনি বলে জানান।

আর এসব বিষয় স্বীকার করে, ভোটগ্রহণ কর্মকর্তা মতিউর হমান জানান, তারা এসব বিষয়ে কোন সহযোগিতা করতে পারছেন না। তাদের কাজ শুধু ভোট নেওয়া। কারো সিরিয়াল নম্বর বের করা তাদের দায়িত্বের মধ্যে পরে না।

ভোট শেষে প্রাথমিক গণনায় উত্তরাঞ্চলে আওয়ামী লীগ প্রার্থীরা এগিয়ে আছেন।

Your browser doesn’t support HTML5

বগুড়া থেকে প্রতীক ওমরের রিপোর্ট।