বাংলাদেশ নির্বাচন কমিশনকে সাংবিধানিক ক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের পরামর্শ দিয়েছেন সম্পাদকরা

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন প্রিন্ট মিডিয়ার সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিকরা।

বুধবার ঢাকায় ইসির সাথে এক সংলাপে দেশের বিশিষ্ট সাংবাদিকরা এমন পরামর্শ দিয়েছেন বলে সংলাপ উত্তর এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালউদ্দীন আহমদ জানিয়েছেন।

তিনি বলেন, একই সঙ্গে তাঁরা নির্বাচন অবাধ করতে প্রয়োজনে সেনা মোতায়েন, স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা, কালো টাকা ও পেশী শক্তির ব্যবহার বন্ধ, প্রবাসীদের ভোটের অধিকারসহ বেশ কিছু পরামর্শ দিয়েছেন।

সংলাপে শেষে এতে অংশ গ্রহনকারিরা গনমাধ্যমকে বলেছেন, তাঁরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে দেয়া সাংবিধানিক ক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

এর আগে গত ৩১ শে জুলাই সংলাপ শুরুর পর ইসি প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আগামী নির্বাচন নিয়ে মত বিনিময় করে। আগামীকাল বৃহস্পতিবার ইলেকট্রনিক মিডিয়া প্রধান এবং অনলাইন পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবে ইসি। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশ নির্বাচন কমিশনকে সাংবিধানিক ক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের পরামর্শ দিয়েছেন সম্পাদকরা