বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম, পুলিশের গুলিতে ১জন নিহত

বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনেও কেন্দ্র দখলের চেষ্টা, জাল ভোট ও সহিংসতার ঘটনা ঘটেছে। টাঙ্গাইলের সাগরদিঘী ইউনিয়নে ভোট ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ১০ জন আহত হয়েছে। কুমিল্লায় ভোটকেন্দ্র দখলের অভিযোগে নির্বাচন বর্জন করেছে ৩জন প্রার্থী। ভোটকেন্দ্রে অনিয়ম ও সহিংসতার কারণে টাঙ্গাইলের সাগরদিঘী ইউনিয়ন ও সুনামগঞ্জ পৌরসভার ভোটের ফল স্থগিত করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার ১৩৩টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন হয়েছে। ভোর রাত ৩টার দিকে টাঙ্গাইলের সাগরদিঘী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে একদল লোক কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে কেন্দ্রের পাশের বাড়ির যুবদল কর্মী আব্দুল মালেক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

কুমিল্লার বরুরা উপজেলার ৩টি ইউনিয়নে কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। ৩টি ইউনিয়নেই বিরোধী বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা ভোট বর্জন করেন।

সুনামগঞ্জ পৌরসভায় ৯টি ওয়ার্ডের ২৩টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হলে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ৪০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম, পুলিশের গুলিতে ১জন নিহত