বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উপায় খুজে বের করার লক্ষ্যে সংলাপ নিয়ে আলোচনা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একেবারে দোড়গোড়ায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন পক্ষের সাথে অপরাপর রাজনৈতিক জোট এবং দলের মধ্যে- একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উপায় খুজে বের করার লক্ষ্যে- সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। আর এটি শুরু হয়েছে ১ নভেম্বর ড. কামাল হোসেনকে শীর্ষ নেতা করে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সাথে এবং তফসিল ঘোষণার আগ পর্যন্ত তা চলবে এমনটিই বলা হয়েছে।

এই সংলাপ অনুষ্ঠান নিয়ে দেশে জনমনে আকাঙ্খা, প্রত্যাশা এবং বর্তমান ও ভবিষ্যতের প্রাপ্তির হিসাব-নিকাশসহ নানা ধরনের আলোচনা রয়েছে। বিশেষ করে সংলাপের মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির সম্ভাবনা কতোটা তৈরি হতে পারে এবং এর মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথই বা কতোটা সুগম হয়-সে বিষয়টি বিচার-বিশ্লেষণ করা হচ্ছে। আর এসব বিষয়েই ভয়েস অব আমেরিকার জন্য বিশ্লেষণ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট