বিএনপিকে ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়: প্রধান নির্বাচন কমিশনার

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এর মধ্যে আগামী সাধারণ নির্বাচনের প্রচারণার সূচনা করেছেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। অন্যদিকে, বিরোধী দল বিএনপি নির্বাচনী সমান্তরাল মাঠ এবং সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠান নিয়ে সন্ধিহান। এর উপরে ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায় এবং আইন-শৃংখলা রক্ষাবাহিনীর প্রস্তুতি পুরো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এ অবস্থায় বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণের ভবিষ্যত নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নানা জল্পনা-কল্পনার জন্ম নিয়েছে। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা শুক্রবার সাংবাদিকদের বলেছেন, বিএনপিকে ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। প্রধান নির্বাচন কমিশনার জানান, সব দলকে নির্বাচনে আনার ব্যাপারে তাদের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।.

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট