৩০শে ডিসেম্বরই ভোট হবে-নির্বাচন কমিশন

Election commission secretary

নির্বাচন কমিশন জানিয়েছে, ৩০শে ডিসেম্বরই ভোট হবে। আর পেছানোর কোন সুযোগ নেই। নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের দাবিগুলো কমিশন পর্যালোচনা করে দেখেছে। এরপর কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, জানুয়ারি মাসে বেশ কিছু আইনি এবং সাংবিধানিক বিষয় আছে। কোথাও উপনির্বাচন বা তদন্ত করার প্রয়োজন হতে পারে। তাছাড়া গেজেট প্রকাশ বা নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের বিষয়টি আছে। তাই নির্বাচন পেছানোর সুযোগ নেই। ঐক্যফ্রন্ট ৩ সপ্তাহ নির্বাচন পেছানোর দাবি জানিয়েছিল। নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীক নিয়ে লড়বে বলে এক বিবৃতিতে জানিয়েছেন মাহমুদুর রহমান মান্না।

নির্বাচন কমিশন সচিব জানান, ভোট গ্রহণের ৭ থেকে ১০ দিন আগে মাঠ পর্যায়ে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন হতে পারে।

ওদিকে পল্টনে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা দায়ের হয়েছে। এতে ৪৮৮ জনকে আসামী করা হয়েছে। এর মধ্যে ৬৫ জনকে পুলিশ আটক করেছে।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

Your browser doesn’t support HTML5

৩০শে ডিসেম্বরই ভোট হবে-নির্বাচন কমিশন