বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা: ড.শাহদীন মালিকের বিশ্লেষন

বাংলাদেশের প্রভাবশালী মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্র বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি পালনে আইন শৃংখলা বাহিনীর বাধা প্রদানে উদ্বেগ প্রকাশ করেছে। রোববার সংস্থাটি এক বিবৃতিতে শনিবার বিএনপির কালো পতাকা মিছিলের উপর লাঠিপেটা, জলকামান ব্যবহার ও অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করায় তীব্র নিন্দা জানিয়েছে। আইন ও শালিস কেন্দ্র বিবৃতিতে বলছে, জনসমাবেশ, প্রতিবাদসভা, মিছিল রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। বাংলাদেশের সংবিধানের ৩৭ এবং ৩৯ অনুচ্ছেদে সমাবেশের অধিকার এবং চিন্তা ও মতপ্রকাশের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে বলে সংস্থাটি বলছে। এদিকে, বিরোধী রাজনৈতিক দল ও পক্ষের সভা-সমাবেশের অধিকারের পরিস্থিতি এবং বিদ্যমান অবস্থায় বাংলাদেশে সব দলের অংশগ্রহণে সমান সুযোগ সুবিধায় আগামী একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা সম্পর্কে বিশ্লেষন করেছেন বিশিষ্ট আইনজ্ঞ এবং সুপ্রীম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট