বাংলাদেশের নির্বাচনে প্রার্থী হওয়ার বা রাষ্ট্রীয় পদ পাওয়ার কোনও ইচ্ছে তাঁর নাই: ড: কামাল হোসেন

বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ এবং গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন নির্বাচনে প্রার্থী হওয়ার বা রাষ্ট্রীয় পদ পাওয়ার কোনও ইচ্ছে তাঁর নাই।

সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে ড. কামাল হোসেন বলেন কোনো ষড়যন্ত্র নয়, বরং একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থার ভিত্তি হিসেবে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত জাতিয় ঐক্যফ্রন্ট এর মত একটি সম্মিলিত প্রচেষ্টাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তিনি এ নিয়ে বক্তব্যের ক্ষেত্রে আওয়ামী লীগ নেতাদের সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন । ড. কামাল হোসেন, যিনি নবগঠিত জাতিয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক, বলেন বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের ঐক্য বজায় রাখার লক্ষ্যে ঐক্যফ্রন্ট কাজ করে যাবে, যাতে রাষ্ট্র ও সমাজের সর্বত্র গণতান্ত্রিক চর্চা বাধাহীন ভাবে আগামী দিনগুলোতে অব্যাহত থাকে ।

এ লক্ষ্য অর্জনের জন্য সকলকে ঐক্যফ্রন্টের দেয়া ৭ দফা দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি আহ্বান জানান।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট