বাংলাদেশে তরুণদের মধ্যে বেকারত্বের হার মাত্র সাত বছরে বেড়ে দ্বিগুণ হয়েছে বলে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর আঞ্চলিক কর্মসংস্থান সংক্রান্ত এক প্রতিবেদনে উঠে এসেছে।
এশিয়া-প্যাসিফিক এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক-২০১৮ শীর্ষক ঐ প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে উচ্চশিক্ষা এখন আর কাজ পাওয়ার নিশ্চয়তা দিতে পারছে না। দেশে উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি বলে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে তরুণেরা যত বেশি পড়ালেখা করছেন তাদের তত বেশি বেকার থাকার ঝুঁকি তৈরি হচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে তরুণদের মধ্যে বেকারত্ব ২০১০ সালের তুলনায় দ্বিগুণ হয়ে ২০১৭ সালে ১২.৮ শতাংশে দাঁড়িয়েছে। এতে বলা হয় দেশটির উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্ব ১০ দশমিক ৭ শতাংশ, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে ২৮টি দেশের তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তার মধ্যে মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। প্রতিবেদনে দেয়া তথ্য মোতাবেক বাংলাদেশের ওপরে আছে কেবল পাকিস্তান।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।