বাংলাদেশের সঙ্গে ইইউ'র ‘বিজনেস কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউভুক্ত দেশগুলোতে বাণিজ্য সম্প্রসারণের জন্য শিগগিরই বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ‘বিজনেস কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত হয়েছে।

বর্তমানে ইইউ পার্লামেন্টারি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। এই প্রতিনিধি দলের সঙ্গে বুধবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের বৈঠকে ওই সিদ্ধান্ত নেয়া হয়।

বাণিজ্যমন্ত্রী জানান, খুব শিগগিরই বিজনেস কাউন্সিল গঠিত হবে। ইইউভুক্ত ৮টি দেশের দূতাবাস বাংলাদেশে আছে। ঐসব দেশ ঐ কাউন্সিলের সদস্য হবে।

কর্মকর্তারা জানান, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কিভাবে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ করবে এবং বাংলাদেশ কিভাবে রফতানি বাড়াবে তার কর্মপন্থা নির্ধারণ করবে ঐ বিজনেস কাউন্সিল। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশের সঙ্গে ইইউ'র ‘বিজনেস কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত