বাংলাদেশে ডেঙ্গুতে আরো দুই জনের মৃত্যু

বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীরা এখনো হাসপাতালে ভর্তি হচ্ছেন। ডেঙ্গুর ব্যাপক বিস্তারের পরে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৪৫৯ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন ৭ হাজার ৮৫৬ জন। শনিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মনোয়ারা নামের একজন নারী এবং ফরিদপুরে সুমন নামে একজন কলেজছাত্র মারা গেছেন।

ঢাকার উত্তরের মেয়র আতিকুল ইসলাম শনিবার এক অনুষ্ঠানে বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে চিরুরি অভিযান শুরু হচ্ছে।

এদিকে. খারাপ আবহাওয়া ও ডেঙ্গু প্রতিরোধে সমন্বয়হীনতাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিশ্লেষণ করেছেন বিশ্ব স্বাস্থ্যসংস্থার রোগতত্ত্ব বিষয়ক বিশেষজ্ঞ ও ঢাকার আইসিডিডিআরবি’র উপদেষ্টা এবং বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব গবেষণা বিভাগের সাবেক প্রধান প্রফেসর ডা. মাহমুদুর রহমান।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।