উত্তমকুমারের নামে বাঙালির মন এখনো উদ্বেলিত

বাংলা সিনেমায় উত্তমকুমারের মতো নায়ক আর কখনো হয়নি। তাঁর চেহারায় কোথায় যেন বাঙালি নিজেকে খুঁজে পায়।

বাঙালি পোশাকে কিংবা সাহেবি পোশাকে তিনি ছিলেন সমান স্বচ্ছন্দ। ঠিক যেমন সাবলীল ভাবে তিনি অভিনয় করে গিয়েছেন পরিচারক থেকে শুরু করে রাজা, সবরকম ভূমিকায়। দীর্ঘ প্রায় চার দশক হয়ে গেল তিনি নেই। আজো পশ্চিমবঙ্গে কোন সিনেমা হলে তাঁর ছবি এলে দর্শকদের ভিড় হয়। তাঁর ফ্যানদের রব ওঠে "গুরু..গুরু" বলে, আজো উত্তমকুমারের নামে বাঙালির মন উদ্বেলিত হয়ে ওঠে। ২৪শে জুলাই ছিল তাঁর মৃত্যুদিবস। এই উপলক্ষ্যে তাঁর স্মৃতি তর্পণ করছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তী। সেই সঙ্গে থাকছে একটি বিশেষ সাক্ষাৎকার। উত্তমকুমারের এককালের নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণ।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।