নিরাপত্তা সতর্কবার্তা জারি দূতাবাসগুলোর ভুল সিদ্ধান্ত-মন্তব্য অর্থমন্ত্রীর

দু’জন বিদেশী নাগরিক হত্যাকান্ডের ঘটনায় বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন অর্থমন্ত্রী এমএ মুহিত।

ঢাকাস্থ কয়েকটি দূতাবাস তার নাগরিকদের জন্য যে নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে, তাতে অর্থমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন নির্দেশনা প্রদান কয়েকটি দূতাবাসের ভুল সিদ্ধান্ত। বাংলাদেশে এমন কিছু ঘটেনি, যাতে এমন নির্দেশনা দিতে হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ অধিকাংশ পশ্চিমা দেশ নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে, তার নাগরিকদের জন্য। তাছাড়া গার্মেন্টস খাতে মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে। বিদেশী ক্রেতাদের সাথে বাংলাদেশ গার্মেন্টস মালিকদের বায়ার্স ফোরাম বৈঠকটি বাতিলসহ সামগ্রিকভাবে অর্থনীতিতের নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে বলে ব্যবসায়ীরা বলছেন। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

নিরাপত্তা সতর্কবার্তা জারি দূতাবাসগুলোর ভুল সিদ্ধান্ত-মন্তব্য অর্থমন্ত্রীর