ঢাকার কোন আবাসিক এলাকায় রাসায়নিকের গুদাম থাকতে পারবে না: শেখ হাসিনা

বাংলাদেশে চকবাজারের ভয়াবহ আগুনের দুঃসহ স্মৃতি ভুলতে না ভুলতেই ঐ ঘটনার ১৫ দিন পরেই পুরানো ঢাকার নবাবপুরেই একটি টায়ারের গুদামে আগুন লাগে বৃহস্পতিবার দুপুরে। দমকলকর্মীরা দেড় ঘন্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, নবাবপুরের আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরানো ঢাকাসহ ঢাকার কোন আবাসিক এলাকায় রাসায়নিকের গুদাম থাকতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন।

চকবাজারের অগ্নিকান্ডে যে ১৮ জনকে শনাক্ত করা যাচ্ছিল না, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি'র ডিএনএ পরীক্ষায় তাদের ১১ জনের পরিচয় শনাক্ত করা গেছে। ঐ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৮ জনের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা চলছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।