নারীদের বডি বিল্ডিংয়ে দেশের প্রথম চ্যাম্পিয়ন অহনা

Your browser doesn’t support HTML5

রক্ষণশীল সমাজ ব্যাবস্থায় মেয়েদের বডিবিল্ডিংয়ে উঠে আসার ব্যাপারটি বেশ প্রশংসিত হয়েছে। তাছাড়া আন্তর্জাতিক বডি বিল্ডিং প্রতিযোগিতায় যেখানে বিকিনির জয়জয়কার, সেখানে বাংলাদেশের প্রতিযোগিরা ছিলেন পোশাকের ক্ষেত্রেও যথেষ্ট সচেতন।
জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নারী বডি বিল্ডিং এ প্রথম বারের মত ইতিহাসে নাম লেখালেন ‘অহনা রহমান’। এই প্রথম বারের মত ‘ন্যাশনাল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ, ২০১৯’-এ নাম লেখালেন বাংলার মেয়েরা। দুই দিন ব্যাপি এ প্রতিযোগিতায় প্রথম বারের মত চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাতে সারা দেশ থেকে প্রায় অর্ধশত নারী বডি বিল্ডার প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন ধাপে ধাপে কঠিন পরীক্ষায় উত্তির্ণ হয়ে ৬ জন মেয়েকে চুড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়। অবশেষে মেধা ও যোগ্যতা দিয়ে সেরার খেতাব অর্জন করেন অহনা। আজ দেখুন তাকে নিয়ে ভয়েস অফ আমেরিকার বিশেষ প্রতিবেদন।