বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি

বাংলাদেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দেশের উত্তরাঞ্চলের গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে যমুনা নদীর পানি অতীত রেকর্ড ভেঙ্গেছে। বর্তমানে সেখানে বিপদ সীমার ১৩৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এদিকে, অভিযোগ উঠেছে প্রত্যন্ত চরের বানভাসীদের কাছে এখনো ত্রাণ সামগ্রি পৌঁছায়নি।তবে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাত্বদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ অব্যাহত আছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম।

বন্যা কবলীত এলাকার কৃষকের আউশ ধান, পাট, রোপা আমন, বীজতলা, শাকসবজির ফসল তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। এসব এলাকায় বিশুদ্ধ খাবার পানি, জ্বালানি এবং গবাদি পশু খাদ্যের সংকট সৃষ্টি হয়েছে। অভাব দেখা দিয়েছে স্বাস্থ্যসম্মত টয়লেট ও বিশুদ্ধ খাবার পানির।

Your browser doesn’t support HTML5

বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।