ভারত ফারাক্কা খুলে দেওয়ায় ৪৮ ঘণ্টার মধ্যে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

বিহার রাজ্যে বন্যার কারণে ভারতের অভ্যন্তরে গঙ্গা নদীর ওপর স্থাপিত ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেওয়ায় বিপদজনক গতিতে পানি বাড়ছে বাংলাদেশের পদ্মা নদীতে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, পানি বৃদ্ধির এই হার অব্যাহত থাকলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, যার ফলে নদীটির অববাহিকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, কুষ্টিয়া জেলার পদ্মা তীরবর্তী নিন্মাঞ্চল ইতোমধ্যেই প্লাবিত হয়েছে। অব্যাহত ভাবে পদ্মা নদীর পানি বাড়ায় ঐ অঞ্চলের ১৮টি গ্রামের কয়েক হাজার মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন বলে স্থানীয় অধিবাসিদের বরাত দিয়ে অনলাইন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপকাজে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি তিন ঘণ্টায় ২ সেন্টিমিটার করে পানি বাড়ছে। তাঁরা আরও জানিয়েছেন, পদ্মা নদী এবং এর শাখা প্রশাখার অববাহিকার গুরুত্বপূর্ণ এলাকা ও বন্যা প্রতিরক্ষা বাঁধগুলোর ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

ভারত ফারাক্কা খুলে দেওয়ায় ৪৮ ঘণ্টার মধ্যে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড