বাংলাদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে

বাংলাদেশের বড় নদনদী এবং তাদের শাখা প্রশাখার পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত থকায়
বুধবার দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।

তবে দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কিছুটা কমায় সুনামগঞ্জ
এবং সিলেট জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে বলে বন্যা পূর্বাভাস কেন্দ্র
জানিয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানিয়েছে দেশের উত্তর এবং মধ্যাঞ্চলের নদনদীর
পানি আগামী দুই দিন আরও বাড়তে পারে ।

বন্যার পানিতে ডুবে এপর্যন্ত অন্তত ৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে । বন্যা কবলিত এলাকা থেকে পাওয়া খবরে জানা গেছে সেখানে এখনও লাখ লাখ মানুষ পানি বন্দি হয়ে আছেন যারা মানবেতর জীবন যাপন করছেন।

কিছু এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র খোলা হলেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল
বলে জানিয়েছেন বন্যা কবলিত মানুষ।
বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলম বন্যা