বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাতে কয়েকটি জেলা বন্যা কবলিত হয়েছে

গত কয়েকদিন যাবত বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় এবং সীমান্তের ওপার থেকেনেমে আসা পাহাড়ি ঢলে নদনদীর পানি বেড়ে কয়েকটি জেলা বন্যা কবলিত হয়েছে। গাইবান্ধা, সিরাজগাঞ্জ, জামালপুর, শেরপুর, ফরিদপুর, রাজবাড়ী এবং সুনামগঞ্জ জেলা সমুহের বিভিন্ন পয়েন্টে ব্রম্মপুত্র, যমুনা, পদ্মা এবং সুরমা নদনদীর পানি বিপদ সিমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এ সকল জেলার বিস্তীর্ণ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।

বন্যা কবলিত এলাকা থেকে পাওয়া খবরে জানা গেছে হাজার হাজার মানুষ পানিবন্দিহয়ে পড়েছেন, ঘরবাড়ী পানিতে তলিয়ে গেছে এবং ফসলের ক্ষতি হয়েছে। দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি ও ঔষধের সংকট।

সরকার ও কিছু বেসরকারি প্রতিষ্ঠান ত্রান তৎপরতা শুরু করেলেও তা অপ্রতুল বলে অভিযোগ করেছেন ভুক্তভুগিরা। এদিকে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের সহকারী প্রকৌশলী রিপন কর্মকার বলেন এর ফলে চাঁদপুর, নাটোর, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার বেশ কিছু অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হতে পারে।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাতে কয়েকটি জেলা বন্যা কবলিত হয়েছে