মিয়ানমার রোহিঙ্গাদের পরিচয়পত্র দিতে সম্মত হয়েছে: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, নাগরিক হিসেবে শনাক্তের পর রোহিঙ্গাদের পরিচয়পত্র দিতে মিয়ানমার সম্মত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় বুধবার এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এমন তথ্য জানিয়ে বলেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে গত ২৪শে সেপ্টেম্বর চীনের মধ্যস্থতায় বৈঠকে বসেন তিনি এবং মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গাদের দেশে ফেরানোর আনুষ্ঠানিক সংলাপে চীনকে সঙ্গে নিয়ে একটি ‘ত্রিপক্ষীয় যৌথ কার্যনির্বাহী’ ফোরাম গঠনের বিষয়েও মিয়ানমার সম্মত হয়েছে। জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যু নিয়ে বেশ কিছু অর্জনের বিষয় উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কট যে মিয়ানমারের তৈরি এবং এর সমাধান তাদেরই করতে হবে, সেই বিষয়টিতে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রায় সব দেশই মত দিয়েছে।

উল্লেখ্য, রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসির একটি প্রস্তাবের বিপক্ষে চীন ভোট দিলেও সেটি বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।