গুলশান হামলায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে এক ধরনের ধাক্কা আসতে পারে: বিজিএমইএ সভাপতি

বাংলাদেশের ঢাকায় গুলশানের ক্যাফেতে সন্ত্রাসী হামলার ঘটনায় দেশের তৈরি পোশাক রপ্তানিতে এক ধরনের ধাক্কা আসতে পারে বলে জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রাহমান।

ঢাকায় এক সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় তৈরি পোশাক শিল্পে প্রাথমিকভাবে একটি ধাক্কা আসতে পারে কারণ নিহতদের মধ্যে অন্তত ছয়জন দেশি-বিদেশি নাগরিক তৈরি পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্ট।

তবে এরই মধ্যে বেশ কয়েকজন ক্রেতা তাঁদের ব্যবসা কমাবে না এমন আশ্বাস দিয়েছে বলে তিনি জানান।

এদিকে, জাপানের পোশাক খাতের ব্র্যান্ড ইউনিকলো বাংলাদেশে তদের সফর স্থগিত করেছে। সংস্থাটির পক্ষ থেকে বাংলাদেশে নিয়োজিত এই ব্র্যান্ডের কর্মীদের নিজ নিজ বাসায় অবস্থান করতে বলা হয়েছে। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

গুলশান হামলায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে এক ধরনের ধাক্কা আসতে পারে: বিজিএমইএ সভাপতি