বাংলাদেশের পোশাক শ্রমিকদের জন্য সম্প্রতি ঘোষিত মজুরি কাঠামো বৈষম্য নিয়ে পঞ্চম দিনের মত বৃহস্পতিবারও ঢাকার এবং এর আশ পাশের বিভিন্ন শিল্প এলাকায় হাজার হাজার গার্মেন্টস কর্মীরা বিক্ষোভ করেছেন।
বিক্ষোভরত শ্রমিকদের সাথে কোথাও কোথাও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে যখন অন্তত ৩০ জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। শ্রমিক এবং পুলিশের মধ্যে সংঘর্ষের পর বৃহস্পতিবার ২৫ টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে, বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ বৃহস্পতিবার এক টুইটে আন্দোলনরত গার্মেন্ট শ্রমিকদের ওপর পুলিশি দমন পীড়ন বন্ধের আহ্বান জানিয়েছেন। শ্রমিকদেরকে ন্যায্য মজুরি দেয়ার জন্য তিনি কারখানা মালিকদের প্রতিও আহ্বান জানান। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
Your browser doesn’t support HTML5
বিক্ষোভ