বিশ্ব বাজারে জিন্স রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ, দ্বিতীয় চীন

ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে ডেনিম বা জিন্স রপ্তানিতে বর্তমানে চীনকে ছাড়িয়ে শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এমন তথ্য জানিয়ে তৈরি পোশাক প্রস্তুতকারক এবং রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র কর্মকর্তারা জানিয়েছেন, ইইউ এর বাজারে জিন্স রপ্তানিতে আগে চীনের পর দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ। এটা সম্ভব হয়েছে দেশের শিল্পোদ্যোক্তাদের দৃঢ় মনোবলের কারণে, এমনটা উল্লেখ করে কর্মকর্তারা বলেছেন বাংলাদেশী ডেনিম পণ্যের এই সাফল্য শুধু ইউরোপের বাজারেই নয় যুক্তরাষ্ট্রেও ডেনিম রপ্তানিতে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

ডেনিম ব্যবসা সংশ্লিষ্টরা জানান, দামে সস্তা হওয়ার কারণেই শুধু বাংলাদেশের ডেনিম ইউরোপের বাজারে জনপ্রিয়তা পাচ্ছে তা নয়। উন্নত মান, স্বল্প সময়ের মধ্যে উৎপাদন ও প্রতিশ্রুতি মতো পণ্য সরবরাহ রপ্তানি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে বলে তাঁরা উল্লেখ করে বলেন, বর্তমানে ইইউ এর মোট ডেনিম বাজারে ২১.১৮ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের বাজারে ১২.০৩ শতাংশ বাংলাদেশের দখলে রয়েছে। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

বিশ্ব বাজারে জিন্স রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ, দ্বিতীয় চীন