শুধুমাত্র কারখানার নিরাপদ স্থাপনা বাংলাদেশের পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়

bd garments water

শুধুমাত্র কারখানার নিরাপদ স্থাপনা বাংলাদেশের পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট নয় বলে এক জরিপের ফলাফলে বলা হয়েছে ।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক শ্রম অধিকার ফোরাম আইএলআরএফ পরিচালিত ওই জরিপে বলা হয়েছে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন এবং উৎপীড়নের মত বিষয়গুলোর সমাধান ছাড়া তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় । শ্রমিকদের প্রতি সন্মান প্রদর্শনকে তৈরি পোশাক কারখানার শ্রমিক নিরাপত্তার সংস্কারের পরবর্তী পদক্ষেপ হিসেবে গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে জরিপে ।বাংলাদেশের তৈরি পোশাক শ্রমিকদের সাথে সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি এ জরিপে বলা হয়েছে কাজের চাপের কারণে করতিপক্ষ পানি পান এমনকি টয়লেটে যাওয়ার মত জরুরী প্রয়োজনের জন্য সময় দিতে চান না । এতে বলা হয় তৈরি পোশাক কারখানার নারী শ্রমিকদের যৌন হয়রানির শিকার হতে হচ্ছে । কিন্তু এসকল বিষয়ে প্রতিবাদ বা কথা বলার মত কোন অধিকার তাদের না থাকায় এ সকল অন্যায় এবং বেআইনি কর্মকাণ্ড মেনেই শ্রমিকদের কাজ করতে হচ্ছে বলে জরিপে উল্লেখ করা হয়। এ প্রেক্ষাপটে শ্রমিকদের কথা বলার অধিকার নিশ্চিত করা এবং মালিক ও ব্যবস্থাপকদের সাথে শ্রমিকদের একটি সম্মানজনক পরিস্থিতি তৈরির অপর গুরুত্ব আরোপ করেছে আইএলআরএফ ।

Your browser doesn’t support HTML5

alam 12 20 2015