আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশে গুম, গোপন
আটক এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে গত সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করার পর এ নিয়ে
বাংলাদেশ সরকারে বক্তব্যের কড়া জবাব দিয়েছে প্রতিষ্ঠানটি।
নিউ ইয়র্ক ভিত্তিক এইচআরডবলু বলেছে গুম, গোপন আটক এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা
সমূহের তদন্তের পরিবর্তে বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে।
এইচআরডবলুর দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি লিখেছেন ৮২ পৃষ্ঠার প্রতিবেদটি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একে মিথ্যা প্রচারণা বলে দাবি করেছেন। তিনি লিখেছেন যেসব পরিবার তাদের নিখোঁজ স্বজনের সন্ধান বা সে বিষয়ে উত্তর পাওয়ার জন্য মরিয়া হয়ে আছেন তাকে কঠিন ভাবে উপেক্ষা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি লিখেছেন গুম নিয়ে জাতিসংঘ কখনো প্রশ্ন তোলেনি বলে যে দাবি স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন তা সঠিক নয়। সত্যটা হচ্ছে জাতিসংঘের দুটি কমিটি গুমের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে মিনাক্ষী গাঙ্গুলি দাবি করেন।
Your browser doesn’t support HTML5
বাংলাদেশে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে এইচআরডবলুর রিপোর্ট