বাজেট নিয়ে সাধারন মানুষের প্রতিক্রিয়া

বাংলাদেশের জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের যে বাজেট পেশ হয়েছে, তা নিয়ে সাধারন মানুষের তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানার চেষ্টা করছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।

সাধারণ মানুষ বাজেটকে ব্যাখ্যা বিশ্লেষণ করেন, দেখে থাকেন এক ভিন্ন আঙ্গিকে। অর্থাৎ এতে তাদের কতোটা লাভ হবে বা আর্থিক ক্ষতির মুখে তারা কতোটা পড়বেন সেই নিরিখেই। অর্থাৎ লাভ-লোকসানের বিষয়টি এখানে মুখ্য। ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হচ্ছে, এই বাজেটে সাধারণ মানুষের নিত্যব্যবহার্য দ্রব্যাদির দাম বাড়বে ; কৃষক কোনো ভাবেই লাভবান হবেন না-যা হওয়া উচিত ছিল এবং সমাজের উচ্চবিত্তদের পক্ষে যাবে এই বাজেট। সাধারণ মানুষের পক্ষে দুইজন ভয়েস অব আমেরিকার কাছে তাদের তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া জানিয়েছেন। দুইজনই প্রত্যাশা করেন যে কোন ভাবেই হোক সরকার যেন সাধারণ মানুষের বিষয়টি পুনঃবিবেচনা করেন বাজেট পাশের সময়।