বাংলাদেশে একুশে আগস্ট গ্রেনেড হামলার মৃত্যুদণ্ড চায় সরকার পক্ষ

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৪২ জন আসামীর মৃত্যুদণ্ড

চেয়েছে রাষ্ট্রপক্ষ। ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে সরকার পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। সোমবার যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল দেশকে নেতৃত্বশূন্য করার মাধ্যমে গণতান্ত্রিক ধারাকে ধ্বংস করার অসৎ উদ্দেশ্য।

২০০৪ সনের ২১শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে ২৪ জন নিহত হন।

রাষ্ট্রপক্ষের দাবি, ২২৫ জন সাক্ষী ও আসামী পক্ষের ২০ জন সাফাই সাক্ষীকে জেরার মাধ্যমে তারা অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন। কাল থেকে আসামী পক্ষের তরফে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট