বাংলাদেশে বন্দুক যুদ্ধে চার ব্যক্তি নিহত

বাংলাদেশের বিভিন্ন স্থানে বুধবার ভোরে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে চার ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশের তরফে জানানো হয়, বন্দুক যুদ্ধে নিহত চার জনের মধ্যে দুই জন রাজধানী ঢাকার রূপনগর এলাকায় এবং অপর দুই জন উত্তরাঞ্চলের কুষ্টিয়া জেলার পৃথক দুই স্থানে নিহত হয়েছেন। পুলিশ তাৎক্ষনিক ভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি। তবে পুলিশ জানিয়েছে, ঢাকার রূপনগরে বন্দুক যুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার, দুটি পিস্তল ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া জেলার যে দুইটি স্থানে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে সেখান থেকে পুলিশ একটি পিস্তল, একটি শাটারগান, গুলি এবং একটি কুড়াল উদ্ধার করে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশি কেন্দ্রের দেয়া তথ্য মতে, চলতি ২০১৭ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছয় মাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথিত বন্দুক যুদ্ধে এবং ক্রসফায়ারে সারা দেশে ৯০ ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে বন্দুক যুদ্ধে চার ব্যক্তি নিহত