বাংলাদেশে আইন শৃঙ্খল রক্ষাকারী বাহিনীর সাথে কথিত বন্দুক যুদ্ধ হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে

A member of the Rapid Action Battalion (RAB) in Bangladesh.

বাংলাদেশে আইন শৃঙ্খল রক্ষাকারী বাহিনীর সাথে কথিত বন্দুক যুদ্ধ এবং গোলা গুলির ঘটনায় হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট বন্দুক লড়াই

আইনশৃঙ্খলা বাহিনীর তরফে জানান হয়েছে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরে দেশের বিভিন্ন স্থানেবন্দুক যুদ্ধে এবং গোলা গুলিতে ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে এর মধ্যে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে কুমিল্লা ও নীলফামারীতে দুইজন করে চারজন এবং চুয়াডাঙ্গা, নেত্রকোনা ও দিনাজপুরে একজন করে তিনজন নিহত হয়েছেন। অপরদিকে র‍্যাপিড একশান ব্যাটেলিয়ন র‍্যাবের সাথে গোলা গুলিতে চট্টগ্রাম, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে নিহত হয়েছেন চারজন।

পুলিশ এবং র‍্যাবের দাবি নিহতদের সকলেই মাদক ব্যাবসায়ি। এসকল ঘটনার যে বিবরণ আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে আসছে, তা মোটামুটি একই রকম। তাদের দাবি, অভিযানের সময় মাদক চক্রের সদস্যরা গুলি চালালে পাল্টা গুলিবর্ষণে এদের মৃত্যু হয়েছে। তবে বিভিন্ন সময়ে নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ এসেছে, ধরে নিয়ে হত্যা করা হয় তাদের স্বজনদের।

মানবাধিকার সংগঠনগুলো অব্যাহত ভাবে তাদের ভাষায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।