রান্নার কাজে গ্যাসের ব্যবহার অপচয়: বাংলাদেশের অর্থমন্ত্রী

বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের মজুত অপ্রতুল হওয়ায় রান্নার মত কাজে এই মূল্যবান খনিজ সম্পদের ব্যবহারকে অপচয় বলে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শনিবার ঢাকায় আন্তর্জাতিক জ্বালানী নিরাপত্তা দিবস উপলক্ষ্যে এক সেমিনারে অর্থমন্ত্রী বলেন এর বিকল্প হিসেবে গ্যাসের সিলিন্ডার সহজলভ্য করে দেয়া হবে।

তিনি বলেন, গ্যাসের মজুদ সীমিত হয়ে আসছে এবং শিল্প কারখানায় গ্যাস সরবরাহ করা হলে অর্থনৈতিকভাবে তা বেশি লাভজনক, এই বিবেচনায় এরই মধ্যে বাসা-বাড়ির নতুন গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, দেশে উত্তোলিত গ্যাসের মধ্যে বাসাবাড়িতে ব্যবহৃত হয় মাত্র ১২ শতাংশ এবং মোট জনসংখ্যার সাত শতাংশ রান্নার কাজে গ্যাস ব্যবহারের সুযোগ পায়।

সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় বাসাবাড়ির বিদ্যমান গ্যাস সংযোগ থেকেও সরে আসার আভাস দিয়েছে। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

রান্নার কাজে গ্যাসের ব্যবহার অপচয়: বাংলাদেশের অর্থমন্ত্রী