বাংলাদেশের হজ যাত্রীদের অনেকে সৌদি আরব পৌছতে পারেননি: হজ পালন নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি

বাংলাদেশের হজ যাত্রীদের সৌদি আরব পৌছার আর মাত্র ৯ দিন বাকি থাকায় এখনও যে ৫৪ হাজার হজ যাত্রী গন্তব্যে পৌছতে পারেননি তাঁদের অনেকের হজ পালন নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

হজ অফিস শুক্রবার জানিয়েছে এবছর বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হজ যাত্রীর যে কোটা সৌদি সরকার বেধে দিয়েছে তাদের মধ্যে বৃহস্পতিবার নির্ধারিত তারিখ পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৪২২ জনকে ভিসা দিয়েছে সৌদি দূতাবাস।

পাসপোর্ট এখনও জমা না দেয়ায় সাড়ে চার হাজার জনের ভিসা হয়নি বলে উল্লেখ করে হজ অফিস জানিয়েছে সৌদি দূতাবাস শনিবার পর্যন্ত পাসপোর্ট জমা নিতে সম্মত হয়েছে ।

ভিসা জটিলতার কারনে শুক্রবারও বিমানের একটি হজ ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৪ শে জুলাই হজ ফ্লাইট শুরুর পর এ নিয়ে বিমান এবং সউদিয়ার ৩০টি হজ ফ্লাইট বাতিল হল। তবে সরকার সকল হজ যাত্রীর হজ পালনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট