সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে নতুন শিল্প-কলকারখানা স্থাপনের বিষয়ে নিষেধাজ্ঞা

Sundarbans, Bangladesh

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সুন্দরবনের আশপাশের ১০ কিলোমিটার এলাকার মধ্যে নতুন কোনো শিল্প-কলকারখানা স্থাপনের অনুমোদনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে কতোগুলো শিল্প-কলকারখানা রয়েছে তার একটি তালিকা আগামী ৬ মাসের মধ্যে আদালতে দাখিলের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। হাইকোর্ট ১০ কিলোমিটার এলাকার মধ্যকার শিল্প-কলকারখানা স্থাপনের অনুমোদন কেন বেআইনি হবে না এবং যেগুলো আছে তা কেন অপসারণ করা হবে না-এ মর্মে রুলও জারি করেছে।
এদিকে, গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য একযুগেরও বেশি সময় আগে বাংলাদেশের সরকারী প্রতিষ্ঠান বাপেক্স-এর সঙ্গে কানাডীয় আন্তর্জাতিক কোম্পানী নাইকোর সাথে সম্পাদিত সব ধরনের চুক্তি বাতিল বলে ঘোষণা করেছে বাংলাদেশের হাইকোর্ট। পৃথক এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নাইকোর বাংলাদেশের সব সম্পত্তি রাষ্ট্রের অনুক‚লে বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে। আদেশে হাইকোর্ট বলেছে, এতে দুর্নীতি হয়েছে-যাতে হাওয়া ভবন ও একজন প্রতিমন্ত্রী জড়িত।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট সুন্দরবন