হেপাটাইটিস নিয়ে কাজ করে যাচ্ছে তরুণদের সংগঠন ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে হেপাটাইটিস সংক্রমণকে দেখা হচ্ছে নীরব ঘাতক হিসেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জানায়,  বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে প্রায় এক কোটি মানুষ আক্রান্ত। বেসরকারি হিসেবে হেপাটাইটিসে প্রতি বছর বাংলাদেশে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। তরুণদের সংগঠন ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ ২০১৩ সাল থেকে বাংলাদেশ এ হেপাটাইটিস নিয়ে কাজ করে যাচ্ছে। ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ এ ৭২ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় প্রায় ৬০০ জন তরুণ স্বেচ্ছাসেবায় নিয়জিত আছেন। সেমিনার, ফ্রি হেপাটাইটিস টেস্ট, কুইজ এর মাধ্যমে সারা বছর কাজ করেন তারা। তরুণদের কে সাথে নিয়ে বাংলাদেশ থেকে হেপাটাইটিস দূর করার স্বপ্ন দেখেন এই সংগঠনের সদস্যরা।  এই সংগঠনটির দু'জন তরুণ সদস্য জানান বাংলাদেশ এ হেপাটাইটিস দূর করণে তাদের নানান ধরণের কর্মকান্ড ও পরিকল্পনা সম্পর্কে|