পার্বত্য চট্রগ্রাম ও পাহাড়িদের সমস্যা

বাংলাদেশের পার্বত্য চট্রগ্রাম এলাকার পাহাড়িদের নিয়ে , তাঁদের বিভিন্ন সমস্যা নিয়ে বহূদিন যাবতই নানান আলোচনা কথাবার্তা শোনা গিয়েছে । পাহাড়িদের ভুমি দখল নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অচীরেই একটি রিপোর্ট প্রকাশ করতে চলেছে বলে জানা গিয়েছে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের শিক্ষক প্রফেসার আমেনা মহসিন অনেক দিন ধরে পাহাড়িদের নিয়ে , তাঁদের নানান সমস্য নিয়ে কাজ করছেন – গবেষনা করছেন । আমরা তাঁর কাজ নিয়ে তাঁর সঙ্গে কথা বলি । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।bd hill tracts

Your browser doesn’t support HTML5

bd hill tracts