বাংলাদেশে জেএমবি’র একজন ঊর্ধ্বতন নেতা নিহত

FILE - Bangladeshi policemen walk past the Holey Artisan Bakery, the site of a militant attack, in Dhaka's Gulshan area, Bangladesh.

গুলশান হলিআর্টিজান হামলার সাথে যুক্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন নব্য জেএমবি’র একজন ঊর্ধ্বতন নেতা পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। পুলিশ বলছে, নব্য জেএমবি’র উত্তরাঞ্চলীয় কমান্ডার আল আমিন বগুড়ার শেরপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। মঙ্গলবার ২ জন পুলিশ সদস্যকে চাপাতি দিয়ে আঘাত করার পরে তাকে আটক করা হয়েছিল।
এদিকে, পুলিশের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে, গুলশান হামলায় ব্যবহৃত অস্ত্র ও গ্রেনেডের যোগানদাতা এবং নব্য জেএমবির চাপাইনবাবগঞ্জের স্থানীয় নেতা বড় মিজানকে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী একটি এলাকা থেকে মঙ্গলবার আটক করা হয়েছে। তবে এসব ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছুই পুলিশ জানায়নি।

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট (সন্ত্রাসী)