বাংলাদেশে মে মাসে খুন হয়েছেন ৩২৩ জন: বাংলাদেশ মানবাধিকার কমিশন

বাংলাদেশে মে মাসে বিভিন্ন ঘটনায় মোট ৩২৩ জন খুন হয়েছেন বলে বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলে হয়েছে মে মাসেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালিত মাদক বিরোধী অভিযানে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন ১২৭ জন, যাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্রই উঠে এসেছে। এসকল ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে প্রতিদিন গড়ে ১০ জন হত্যার শিকার হচ্ছে।

কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা গুলোকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, এটা করা সম্ভব হলে দেশে হত্যাকাণ্ডের সংখ্যা শূন্যতে নামিয়ে আনা সম্ভব হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল হত্যাকাণ্ডের ঘটনা কমানো সম্ভব বলে উল্লেখ করে কমিশন সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শিশু হত্যা এবং তা বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।