মালয়েশিয়ায় বাংলাদেশীরা আতঙ্কে

শুক্রবার মধ্যরাত থেকে মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বিদেশীদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ায় বাংলাদেশীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। ধারণা করা হচ্ছে, অবৈধ বিদেশীদের তালিকায় উল্লেখযোগ্য স্থান দখল করে রয়েছেন বাংলাদেশীরা। গত ১৫ই ফেব্রুয়ারি থেকে ৩০শে জুন পর্যন্ত অবৈধভাবে অবস্থানরত বিদেশী শ্রমিকদের বৈধকরণের সুযোগ দেয়া হয়। কিন্তু অনেকেই এ সুযোগ গ্রহণে ব্যর্থ হয়েছেন। দেশটির অভিবাসন কর্মকর্তারা বলছেন, শ্রমিকদের যথেষ্ট সুযোগ দেয়া হয়েছিল। নতুন করে আর সুযোগ দেয়া সম্ভব নয়।

সরকার ঘোষিত সুযোগ না নেয়ায় পহেলা জুলাইয়ের পর কোন প্রতিষ্ঠানে অবৈধ শ্রমিক ধরা পড়লে জনপ্রতি ১০ হাজার রিংগিত জরিমানার বিধান রাখা হয়েছে। ব্যাপক ধরপাকড়ের কারণে অনেক বাংলাদেশী ঘর থেকে বের হতে পারছেন না। অল্প আগে কথা বলেছিলাম নোয়াখালীর বাহাউদ্দিন জুয়েলের সঙ্গে। একটি ইলেক্ট্রিক ফ্যাক্টরিতে কাজ করেন জুয়েল। জানালেন, গ্রেপ্তারের ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না।

মালয়েশিয়া অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে প্রায় ৬ লাখ বিদেশী শ্রমিক অবৈধভাবে দেশটিতে অবস্থান করছেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

Your browser doesn’t support HTML5

মালয়েশিয়ায় বাংলাদেশীরা আতঙ্কে