সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবেলায় বাংলাদেশকে দৃঢ় সমর্থন দেবে ভারত

ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়ম জয়শঙ্কর বৃহস্পতিবার বলেছেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে সন্ত্রাস ও উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতায় ভারত উদ্বিগ্ন।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব শাহিদুল হকের সাথে ঢাকায় আনুষ্ঠানিক বৈঠক শেষে জয়শঙ্কর সাংবাদিকদের বলেন, সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবেলায় বাংলাদেশকে দৃঢ় সমর্থনের কথা ভারতের পক্ষ থেকে জানান হয়েছে।

এ ইস্যুতে দুই প্রতিবেশী দেশ দ্বিপক্ষীয় ভাবে কাজ করবে বলে উল্লেখ করে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের পর গত কয়েক মাসে বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রত্যাশার চেয়েও বেশি এগিয়েছে।

এসময় বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, তিস্তার পানি চুক্তিসহ দু’দেশের অমীমাংসিত অন্যান্য বিষয়েও বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শেষ হওয়া বাংলাদেশে তাঁর দুই দিনের সফরকালে জয়শঙ্কর প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং বিশিষ্ট কয়েকজন নাগরিকের সঙ্গেও সাক্ষাৎ করেন। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবেলায় বাংলাদেশকে দৃঢ় সমর্থন দেবে ভারত