জৈশ-ই-মোহম্মদ এর কয়েকজন সদস্যকে আটক করেছে পাকিস্তান

বুধবারই পাকিস্তান সরকার আটক করেছে সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মোহম্মদ এর কয়েকজন সদস্যকে। সন্দেহ, পাঠানকোটের ঘটনায় এরা জড়িত ছিল।

ভারতের দেওয়া সাক্ষ্য-প্রমাণ মেনে পাকিস্তান ব্যবস্থা নিতে শুরু করায় ১৫ জানুয়ারি দুই দেশের বিদেশ সচিব পর্যায়ে ইসলামাবাদে আলোচনা কিছুটা পিছিয়ে গেলেও দুই দেশের নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে আলোচনা হতে চলেছে শিগগীরি। স্বয়ং স্বরাষ্ট্র মন্ত্রি রাজনাথ সিং বলেছেন, ভারত আপাতত পাকিস্তানকে বিশ্বাস করেই সম্পর্ক স্বাভাবিক করবার কাজ এগিয়ে নিয়ে যেতে চায়। সম্ভবত তৃতীয় কোনও দেশে বসবে নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক।

বুধবারই ভারতের দেওয়া সাক্ষ্য-প্রমাণ অনুসারে পাকিস্তানে আটক করা হয়েছে সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মহম্মদ-এর কয়েকজন সদস্যকে। সন্দেহ, এরা পাঠানকোটের বিমানঘাঁটি আক্রমণের ঘটনায় জড়িত ছিল। এ বিষয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

জৈশ-ই-মহম্মদ এর কয়েকজন সদস্যকে আটক করেছে পাকিস্তান